
ওঙ্কার ডেস্ক: জি বাংলার পরিনীতা নিজের জমি আঁকড়ে রয়েছে সেই জানুয়ারি মাস থেকেই।
বিগত দেড় মাসের মতো এই সপ্তাহতেও প্রথম স্থানে সেই পরিণীতা। তবে শীর্ষে থাকলেও নম্বর গত সপ্তাহের থেকে আরও নম্বর কমেছে। এই সপ্তাহে সেই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছেন ফুলকি। এই সপ্তাহে ৬.৪ নম্বর পেয়েছে ফুলকি। স্টার জলসার রাঙামতী তিরন্দাজ রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চমে রয়েছে দুই ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘কথা’।
সেরা ১০ এ রয়েছে-
১) পরিণীতা- ৭.2
২) জগদ্ধাত্রী- ৬.৫
৩) ফুলকি- ৬.৪
৪)রাঙ্গামতি তীরন্দাজ- ৬.৩
৫)গীতা এলএলবি- ৬.২
৬)কোন গোপনে মন ভেসেছে ও কথা- ৬.১
৭) উড়ান- ৫.৭
৮) চিরসখা- ৫.২
৯) মিত্তির বাড়ি- ৫.১
১০) গৃহপ্রবেশ- ৫.০
টিআরপি চার্ট বড়ই অদ্ভুত। কে কখন কাকে ছাপিয়ে যাবে তা বলাই বাহুল্য। ফের অপেক্ষা পরের সপ্তাহের।