
ওঙ্কার ডেস্ক: ফের বড়পর্দায় শিবানী শিবাজি রায়। পরিচিত চেনা ছন্দে, মর্দানি ৩-এর হাত ধরে আসছেন তিনি। আর বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে সেই জনপ্রিয় চরিত্রের ভূমিকায় আবারও পর্দায় দেখা যাবে খুব তাড়াতাড়ি। সোমবার প্রকাশ পেল চরিত্রের প্রথম ঝলক। সঙ্গে জানা গেল ছবি মুক্তির দিন।
রানির এই নতুন লুক আজই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। পরনে কালো শার্ট-নীল জিনস, কালো বুট। হাতে বন্দুক নিয়ে তাক করেছেন ক্যামেরায়। পোস্টারের সঙ্গে ছবিমুক্তির দিনক্ষণও জানিয়েছে নির্মাতারা। মর্দানি ১ এবং ২-এর সাফল্যের পর, নিয়েও মর্দানি ৩ নিয়েও দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।
বড়পর্দায় মর্দানি হোলির ঠিক আগে, ২০২৬-এর ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। জানা গেছে, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়- এই বার্তার সঙ্গে মিল বজায় রেখে ওই সময় মুক্তির দিন ঠিক করা হয়েছে। এবার ন্যায়ের পক্ষে শিবানীর লড়াই আরও রোমহর্ষক ও জমজমাট হতে চলেছে, জানিয়েছে প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস। রানি নিজেই জানিয়েছেন, সিরিজের এই গল্পের প্লট আরও গভীর, অন্ধকার-নির্মম দিক তুলে ধরবে। এই ছবির পরিচালনার করছেন অভিরাজ মিনাওয়ালা এবং চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত। ছবিটির প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া। আপাতত ছবির গল্প রহস্যে ঘিরে রাখা হয়েছে, আর তাতেই দর্শকদের কৌতূহলের মাত্রা বেড়েছে।