
ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভ থেকেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন মোনালিসা ভোঁসলে। কুম্ভের সেই ভাইরাল কন্যা মোনালিসাকে বলিউডে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। এবার পরিচালক সনোজকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের ঝাঁসির তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে পরিচালক সনোজের বিরুদ্ধে। ২৮ বছরের ওই তরুণীর অভিযোগ করেছেন সনোজ তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার অজুহাতে তরুণীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁকে ধর্ষণ করেন সনোজ, পরিচালকের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ।