
ওঙ্কার ডেস্ক- অসুস্থ পর্দার ‘বিনোদিনী’। সমাজমাধ্যমে ছবি শেয়ার করে নিজেই সেই খবর জানিয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে হাসপাতালের বিছানায় তাঁর হাত। চলছে স্যালাইন। সঙ্গে ছবিতে রুক্মিণী লিখেছেন, ‘‘হাল ছাড়ছি না। লড়াই করছি।’’ সম্প্রতি ‘খাদান’ ছবির ৫০ দিনে সাফল্য উদ্যাপনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। জানা গেছে, সে দিন অনুষ্ঠানে কিছুটা দেরি করেই পৌঁছন রুক্মিণী। সে সময়ই তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার রাতে অভিনেত্রী সমাজমাধ্যমে তাঁর শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন।
জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে তিনি এখন অনেকটাই স্থিতিশীল। রুক্মিণীর ছবিটি পোস্ট করে সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ‘বিনোদিনীর’ পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও। কার্যত জ্বরের কারণেই আরও দুর্বল হয়ে পড়েছিলেন অভিনেত্রী। রুক্মিণীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। সমাজমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।