
স্পোর্টস ডেস্ক :ঘোষণা হল ২০২৪ সালে জার্মানিতে আয়োজিত ইউরো কাপের সূচি।ইউরোতে মূল নজর থাকবে গ্রুপ বি-তে। গ্রুপ অব ডেথও বলা যায়। স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি এবং আলবেনিয়া রয়েছে এই গ্রুপে। টানা দু-বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। যদিও ইউরো কাপে তাদের পারফরম্যান্স ভালো। কাতার বিশ্বকাপে খেলতে না পারার হতাশা কাটাতে ভরসা ইউরো কাপই। যদিও প্রবল চ্যালেঞ্জের সামনে পড়তে হবে তাদের। রয়েছে স্পেন ও ক্রোয়েশিয়ার মতো ধারাবাহিক ও শক্তিশালী দল। কোন গ্রুপে কে রয়েছেগ্রুপ এ- জার্মানি (আয়োজক), স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইৎজারল্যান্ড
গ্রুপ বি- স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি-স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি- প্লে অফের দল, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই-বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফের দল
গ্রুপ এফ-তুরস্ক, প্লে-অফের দল, চেক রিপাব্লিক, পর্তুগাল