
ওঙ্কার ডেস্ক: স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের হাতে উত্তরপ্রদেশের মিরাটে সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। সেই ঘটনার ছায়া এবার রাজস্থানের জয়পুরে। জয়পুরে স্ত্রী এবং তার প্রেমিকের হাতে খুন হলেন এক ব্যক্তি৷ এক্ষেত্রেও পরকীয়া সম্পর্ক জেনে ফেলায়খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম ধন্নালাল সাইনি৷ গোপালি দেবী নামের এক মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু অভিযোগ, দিনদয়াল কুশওয়াহা নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গোপালি দেবী। পাঁচ বছর ধরে সেই সম্পর্ক চলছিল৷ শুধু তাই নয়, পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে গোপালি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। একটি কারখানায় চাকরির গল্প বলে কারখানায় যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক দিনদয়ালের কাছে যেতেন ওই মহিলা। দিনদয়াল একটি কাপড়ের দোকানে কাজ করতেন। কিন্তু স্ত্রীর মিথ্যাচার বেশিদিন টিকল না। বিষয়টি প্রকাশ্যে আসে যেদিন ধন্নালাল স্ত্রীর পিছু নিয়ে দিনদয়ালের কাপড়ের দোকানে পৌঁছন। সেখানে গিয়ে নিজের স্ত্রীকে দিনদয়ালের সঙ্গে দেখে ফেলেন। সেখানে ক্ষোভে ফেটে পড়েন ধন্নালাল। এরপর ধন্নালালকে একটি দোকানের ভিতরে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে তাঁর উপর চড়াও হন তাঁর স্ত্রী গোপালি দেবী এবং তার প্রেমিক৷ শুধু তাই নয়, দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ৷
খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ বস্তার মধ্যে ভরে বাইকে চেপে একটি জঙ্গলে ফেলতে যায় দুই অভিযুক্ত৷ একটি সিসিটিভি ফুটেজে দু জনের সেই ছবি ধরা পড়েছে৷ রাস্তার ধারে একটি জায়গায় ধন্নালালের দেহ ফেলে দেয় তাঁরা। তাতে আগুনও ধরিয়ে দেয়৷ কিন্তু সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগে একটি গাড়ি তাদের দিকে ধাওয়া করছে দেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে নাম পরিচয় জানার চেষ্টা করে সফল হয়। এবং সেই সূত্রে ধন্নালালের স্ত্রী এবং তার প্রেমিক জিজ্ঞাসাবাদের পর দুজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা।