
রবি দত্ত,ভবানীপুর : গণেশ চতুর্থী উপলক্ষে শনিবার সকাল থেকেই পুজোয় মেতে উঠেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা৷ তেমনই ভবানীপুরের গনপতি ভক্ত মণ্ডল ক্লাবে সকাল থেকেই চলছে সিদ্ধিদাতার আরাধনা। এইবার এই গনেশ পুজো ১২ তম বর্ষে পদার্পণ করেছে। এই ক্লাবের গনেশ পুজোর উদ্যোক্তা শ্রী গপি ঠাক্কার জানান , ‘প্রতিবছর আমরা গণপতি বাপ্পাকে নতুন রূপ দি। এবারেও ঋদ্ধি সিদ্ধি মায়ের সাথে রূপ দিয়েছি।’ তিনি আরো বলেন এই পুজোয় তারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা না তুলেই এই পুজো করেন। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে চলছে সিদ্ধিদাতার পুজো অর্চনা । শঙ্কধ্বনি, উলু, ঢাকের আওয়াজে মুখরিত হচ্ছে আকাশ বাতাস। জানান দিচ্ছে পুজো আসছে।