
বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা : কথায় বলে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। অর্থাৎ, সব তীর্থে বারবার গিয়ে যে পূণ্যলাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবার গিয়ে সেই পূণ্য লাভ করা সম্ভব। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে। তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। আর এই উত্সব উপলক্ষ্যে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ জড়ো হন এই গঙ্গা বক্ষে। এবারও তার অন্যথা হয়নি। এই বছর অন্তত ৪০ লক্ষ পূণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। তবে এত মানুষের সমাগমে সাগর চত্বরে প্রচুর পরিমাণে আবর্জনা জমে। আর এবার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেই আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার।
এই কাজ করার জন্য পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে আনা হয়েছে প্রশিক্ষিত কর্মীদের। তাদের কথা অনুযায়ী, ‘শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার’। অর্থাৎ, মেলায় ব্যবহৃত যে সমস্ত প্লাস্টিকের ফেলে দেওয়া বোতলগুলি ছড়িয়ে ছিটিয়ে রেয়েছে, সেগুলি দিয়েই কাচের বোতল, পুরানো কাপড় এবং অন্যান্য জিনিস বানানো হচ্ছে। এছাড়া, পুরনো পোশাক থেকে মাদুর এবং ব্যাগ বানাচ্ছেন মহিলারা।
সারা মেলায় মোট ৩৫০ জন কর্মী কাজ করছেন। দলটি সাতটি ইউনিটে মেলার বিভিন্ন জায়গায় এই কাজ করছে। মায়া সরকারের কথায়, এই কাজ গঙ্গাসাগর মেলার মতোই এক যজ্ঞ। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মীদের সার্টিফিকেট দেওয়া হবে বলে জানান তিনি।