
স্পোর্টস ডেস্ক : ইডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখে অভিভূত গ্যারেথ সাউথগেট। দীর্ঘ বছর ইংল্যান্ড ফুটবল দলের কোচ থাকা সত্ত্বেও শরীরীভাষায় কোনও দম্ভ নেই। বরং হাসিখুশি। ইডেনে ঢোকার সময় খুব বেশি লোকের সামনাসামনি হতে হয়নি। অনেকের কাছেই তাঁর আসার খবর ছিল না। কিন্তু ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় সংবাদমাধ্যমের জালে ধরা পড়েন সাউথগেট। বিশেষ কিছু বলতে চাননি। শুধু বলেন, “ইডেনে খেলা দেখে খুবই ভাল লাগছে। ম্যাচটা উপভোগ করেছি”। ইডেন থেকে বেরোনোর সময় হাসিমুখে সবার সেলফির আবদার মেটান হ্যারি কেনদের প্রাক্তন কোচ। ভারত সফরে বেরিয়ে এই প্রথম আইপিএলের ম্যাচ দেখছেন সাউথগেট।