
শান্তনু পান, ঘাটাল:
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। মঙ্গলবার থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বাড়তে থাকায় এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বহু এলাকাতে । ঘাটালের বড়দা চৌকান এলাকার রাজ্য সড়কের উপরে জল উঠে যাবার জন্য যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা পরিস্থিতির উদ্বেগজনক হওয়ার জন্য বিদ্যুৎ দপ্তর প্রায় ৪৫০ টি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের গাংচা গ্রামের নিকটবর্তী শিলাবতী নদীর বাঁধ ভেঙে যায়। এরফলে পার্শ্ববর্তী প্রায় ১০ টি গ্রাম বন্যার জলে ভেসে যায় ।পাশাপাশি বিস্তীর্ণ এলাকার কৃষি জমিও জলমগ্ন হয়ে পড়েছে।এদিকে বন্যা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।