
স্পোর্টস ডেস্ক : গত বুধবার গৌতম গম্ভীর এবং এস শ্রীসন্থের লড়াই ঘিরে উত্তাল হয়েছিল এলএলসি-এর মঞ্চ। সেই রেশ এখনও চলছে। এবার শ্রীসন্থের বিরুদ্ধে নোটিশ জারি করল এলএলসি। শ্রীসন্থের করা ভিডিও নিয়েই সরব হয়েছে তারা। সেখানেই স্রীসন্থ জানিয়েছিলেন যে তাঁকে নকি গৌতম গম্ভীর খারাপ কতা বলেছেন এবং বারবার তাঁকে নাকি ফিক্সার বলে কটাক্ষ করেছেন। সেই কথা জানিয়েই একটি ভিডিও প্রাকশ করছিলেন এস শ্রীসন্থ। সেই ভিডিও নিয়েই এবার শ্রীসন্থের বিরুদ্ধে নোটিশ জারি করল এলবএলসির কমিশনার।
সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে ম্যাচের আম্পায়ারাও। শোনাযাচ্ছে সেখানেও নাকি আম্পায়াররা এই ফিক্সার কথার কোনওরকম উল্লেখ করেননি। আর তাতেই শুু হয়েছে নানান জল্পনা। সমস্তদিক বিচার করার পরই এস শ্রীসন্থের বিরুদ্ধে এই লোটিশ জারি করেছে লেজেন্ডস লিগ ক্রিকেট কমিটি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই নোটিশে জানানো হয়েছে যে একমাত্র শ্রীসন্থ যখন এই ভিডিও সরাবেন সেই সময়ই তাঁর সঙ্গে কথাবার্তা হতে পারে
শ্রীসন্থের বোলিংয়ের বিরুদ্ধে পরপর একটি ছয় ও বাউন্ডারি হাঁকানোর পরই এই ঝামেলার শুরু হয়েছিল। সেখানেই শ্রীসন্থের সহ্গে গৌতম গম্ভীর ঝামেলায় জড়িয়েছিলেন। আর সই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নচতুন বিতর্ক। কয়েকদিন আগেই আইপিএলের মঞঢ্চে এমনই এক ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। কার্যত সেই একই ঘটনার পূণরাবৃত্তি দেখা গেল এবারের এই লেজেন্ডস লিগ ক্রিকেটে। সেখানেই ম্যাচের মাঝে এই দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের মাঝে সমস্যার শুরু হয়েছিল।