
ওঙ্কার ডেস্ক:টানা প্রায় আড়াই মাস ধরে নির্বাচন পর্ব চলার পর মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণা হয়েছে।কিন্তু তার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। মঙ্গলবার রাতে সেই চিত্রই দেখা গেলো পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। বিজেপির বুথ সভাপতি সত্যেশ্বর মিস্ত্রিকে মারধোর এবং তার বাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । সত্যেস্বর এবারের নির্বাচনে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে কাজ করেছিলেন।তিনি হলদিয়া পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের ১২৪ নম্বর বুথের সভাপতি ছিলেন । কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয়লাভের পর মঙ্গলবার তার বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ ।