
স্পোর্টস ডেস্ক: রাজীব গান্ধী স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচে হার্দিকদের ৩১ রানে হারায় হায়দরাবাদ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে হার্দিককে কিছু বলতে দেখা যাচ্ছে রোহিতকে। তারপরই সরাসরি বাউন্ডারি লাইনের দিকে দৌড়ে যেতে দেখা যায় মুম্বইয়ের নেতাকে। ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, “রোহিতের হস্তক্ষেপ দেখা যাচ্ছে। হার্দিক পাণ্ডিয়া ফিল্ডিং করতে বাউন্ডারি লাইনে যাচ্ছে।” প্রসঙ্গত, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচের পর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে রোহিতকে বাউন্ডারি লাইনে যেতে বলতে দেখা যায় হার্দিককে। সেই নিয়ে প্রচুর মিম হয়। এদিন ঠিক তার বিপরীত ঘটনা ঘটল। প্রথম ম্যাচে রোহিতের থেকে কোনও সাহায্য নেননি হার্দিক। ম্যাচের মাঝে আলোচনায়ও তাঁকে সামিল করা হয়নি। রোহিত নিজে কথা বলতে গেলেও তাঁকে এড়িয়ে যেন হার্দিক। কিন্তু শেষপর্যন্ত প্রাক্তন অধিনায়কের শরণাপন্ন হতে হল। হায়দরাবাদের বিরুদ্ধে ১১ ওভারের পর যখন ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যায়, তখন রোহিতের থেকে পরামর্শ চান মুম্বইয়ের বর্তমান অধিনায়ক।