
সুকান্ত চট্টোপাধ্যায়,হাসনাবাদ:কলকাতার পর এবার হাসনাবাদের আকাশে দেখা গেল রহস্যময় ড্রোন। ড্রোনগুলি বাংলাদেশ থেকে এসে আবার ফিরে গেছে বলে দাবি স্থানীয়দের।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের কাটাখাল এলাকায় কয়েকটি ড্রোন দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক । তাদের দাবি প্রথমে বাংলাদেশ থেকে একটি ড্রোন সীমান্ত পার হয়ে ভারতের কাঁটাখাল এলাকায় আসে । প্রত্যক্ষদর্শী যুবকরা তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবি ক্যামেরাবন্দি করে । এরপর আরো দুটো ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে ভারতে আসে এবং সীমান্ত এলাকার ঘুরে আবার চলে যায় বলে দাবি তাদের ।
সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । পাশাপাশি ঘটনাস্থলে আসে স্থানীয় বিএসএফ ক্যাম্পের বিএসএফরা ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে