
ওঙ্কার অনলাইন ডেস্কঃ এখনও পলাতক হাথরাস কাণ্ডের স্বঘোষিত ধর্মীয় গুরু নারায়ণ সাকার হরি। গতকালের দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের হাথরস এখন যেন মৃত্যুপুরী। থেকে থেকেই উঠছে কান্নার রোল। এখনও পর্যন্ত সরকারি ভাবে মৃতের সংখ্য ১২২ আহত শতাধিক। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরো বেশি । মঙ্গলবারের দুর্ঘটনার পর বুধবার সকালে ঘটনাস্থলে তদন্তের জন্য পৌছান উত্তরপ্রদেশের গোয়েন্দাদের একটি টিম, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। তবে স্বঘোষিত ধর্মী গুরু নারায়ণ সাকার হরির খোঁজ মেলেনি। বুধবার ঘটনাস্থলে যাবার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এই ঘটনার তদন্তে আগরার অতিরিক্ত ডিজিপির নেতৃত্বে কমিটি গড়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করেছে বাম, কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি। বিরোধীদের দাবি সিবিআই তদন্ত করে প্রকৃত দোষিদের কঠোরতম শাস্তি দিতে হবে।ইতিমধ্যেই সিবিআই তদন্ত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে জৈনৈক ব্যক্তি মামলা দায়ের করেছেন। সংসদে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিহতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার করে ক্ষতিপুরণ দেবার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী