
নিজস্ব প্রতিনিধিঃ স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ হলেন বিচারপতি দেবাংশু বসাক। স্কুল সার্ভিস কমিশন যদি প্রয়োজনীয় তথ্য দিতে না পারে তাহলে বলে দিক আমরা সেই ভাবেই মামলার শুনানি করার ব্যাবস্থা করব বলে মন্তব্য করনে বিচারপতি। সোমবার আদালতে প্রযোজনীয় তথ্য দিতে পারল না স্কুল সার্ভিস কমিশন। কমিশন আদালতের কোনো প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছে না। মামলায় সহযোগিতা করতে পারছে না কমিশন পাচ্ছে বলেও মন্তব্য দেবাংশু বসাকের ডিভিসন বেঞ্চের। সুপ্রিম কোর্টের নির্দেশে এই শুনানি চলছে তবে তাই কমিশন যদি এ বিষয়ে তথ্য দিতে না পারে সেটা হলফনামা দিয়ে জানিয়ে দিক। আমরা সেইভাবে মামলা এগিয়ে নিয়ে যাবেন না বলে জানিয়েছেন বিচারপতি। গত শুক্রবার আদালতে হাজির হয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন সোমবার কমিশন আদালতের চাহিদামত তথ্য যতটা সম্ভব তথ্য জোগান দেবে। সোমবার আদালতে চেয়ারম্যান আদালতে হাজির থাকলেও আইনজীবী আদালতকে জানান তথ্য সরবরাহ করতে আরও কয়েকদিন সময় প্রয়োজনন তাই কমিশনের এধরনের ভূমিকায় ক্ষুব্ধ আদালত।