
নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালিতে ১৪৪ধারার নির্দেশ খারিজ। সন্দেশখালিতে এমন কোনো নথি রাজ্য দেখাতে পারেনি , যার জেরে গোটা থানা এলাকা ১৪৪ ধারা প্রয়োগের জন্য জরুরি ছিল। আদালতের পর্যবেক্ষণ, আরো বেশী দায়িত্বশীল হয়ে কারণ অনুধাবন করে ১৪৪ ধারা প্রয়োগ করা উচিত।এদিকে সন্দেশখালি নিয়ে শুভেন্দু অধিকারীর মামলা নিষ্পত্তি করে দিল হাইকোর্ট। যেহেতু ১৪৪ ধারার নির্দেশ আদালত খারিজ করেছে তাই এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর আবেদনের গ্রহণযোগ্যতা নেই। তাই মামলার নিষ্পত্তি করা হল। – মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।