
অরূপ ঘোষ, ওঙ্কার বাংলা: রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে ঝাড়গ্রামের স্কুলগুলিতে প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনের তরফেও মাইকিং করে জঙ্গলমহল এলাকায় স্থানীয় মানুষজনকে সচেতন করা হচ্ছে পরীক্ষার সময়ে প্রশাসনিক বিধি নিষেধের বিষয়ে।
চলতি বছরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রাখা হচ্ছে প্রত্যেক স্কুলে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সমস্ত স্কুলে মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে। এবারে ঘড়ি পরে শ্রেণীকক্ষে যাওয়া নিষিদ্ধ করেছে সংসদ। পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে সমস্ত জেরক্স সেন্টার। প্রত্যেক মোড়ে মোড়ে মোতায়েন রাখা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স। কোনও পরীক্ষার্থী রাস্তায় সমস্যায় পড়লে সিভিক ভলান্টিয়ার বা পুলিশ সহযোগিতা করতে এগিয়ে আসবে। জঙ্গল মহলের যে সমস্ত এলাকায় বাঘ এবং হাতি রয়েছে বন দফতরের তরফে সেই সমস্ত রাস্তায় পাহারায় থাকবেন কর্মীরা। রাস্তায় কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে গাড়ির ব্যবস্থা করে পরীক্ষার্থীদের জঙ্গল পার করে নিরাপদে পৌঁছে দেওয়া হবে।
এ বছর ঝাড়গ্রাম জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩ হাজার ২৭৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৪৫২ জন। চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের প্রায় অর্ধেক। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী।
ভিডিও দেখুন-