
মোনালী বৈরাগী, ওঙ্কার বাংলাঃ মেঘ ভাঙ্গা বৃষ্টি আর ভূমিধসে বিপর্যস্ত সমগ্র হিমাচল প্রদেশ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ‘রাষ্ট্রীয় বিপর্যয়’বলে ঘোষণা করেছে। গত ৫০ বছরে হিমাচলের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হিসাবে চলতি বছরকে বর্ণনা করা হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমাণ ২০০০ কোটি টাকার বেশী বলে দাবি করেছেন, সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে জাতীয় দুর্যোগ ঘোষণা করার আবেদন জানিছে হিমাচল সরকার।
রবিবার ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি তথা রাজ্য সভার সাংসদ জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, হিমাচল প্রদেশে সফরে গিয়েছেন। সূত্রের খবর, শিমলা সামার হিল সহ, বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন তারা।
চলতি বছর, ২৪ জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হওয়ার পর থেকে শুরু হয়েছে বিপর্যয়। রাজ্যের জরুরি অপারেশন সেন্টার সূত্রের খবর, বৃষ্টি, মেঘ ভাঙ্গা বৃষ্টি, ভূমিধস এবং অতি বৃষ্টির জন্য সড়ক দুর্ঘটনা মিলিয়া মোট ৩৩৮ জন মারা গিয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩৮ জন। এর মধ্যে আতি বৃষ্টির ঘটনায় সরাসরি প্রাণ হারিয়েছেন ২২১ জন।