
ওংকার ডেস্ক: ঐতিহ্যমন্ডিত হলং এর বাংলোর জন্য ইঁদুর ই কি খলনায়ক? প্রাথমিক তদন্ত অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে।
জানা গিয়েছে বর্ষার জন্য বন্ধ থাকা হলংএর বাংলোয় বেড়েছিল ইঁদুরের উৎপাত।
বিদ্যুতের তার কেটেছিল ইঁদুর।
আর তাতেই শর্ট সার্কিট হয়ে
আগুন লাগে হালং এর বাংলোয়।
পর্যটকের বহু স্মৃতির মনিকোঠায় থেকে যাওয়া হালং বাংলা পুড়ে ছাই হয়ে যায়।
পরে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়। কারণ বন্ধ থাকা হলং বাংলোতে কিভাবে আগুন লাগলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। এমন কি কোন অন্তর্ঘাত হয়েছে কিনা সে ব্যাপারেও প্রশ্ন উঠেছিল।
শেষ পর্যন্ত অবশ্য প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে
মূষিক কুলের অত্যাচার এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী