
অনুপ রায়, হাওড়া : প্রায় এক বছর পর রাজ্যে আবারও শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচী। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি শুক্রবার হাওড়ার বালি জগাছা ব্লকে দুয়ারে সরকারের কাজ শেষ হল।এদিন শিবিরে উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক ডাঃ.পি. দিপা প্রিয়া ও মুখ্যসচিব মনোজ পন্থ। তারা শিবিরে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন,সরকারি প্রকল্প গুলি পাচ্ছেন কিনা ,সে বিষয়েও খবর নেন।
দুয়ারে সরকার ক্যাম্পে মূলত স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, বার্ধক্য ভাতা সহ মোট ৩৭টি প্রকল্পের পরিষেবার জন্য আবেদন করা যাবে। এছাড়াও নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণ বা অন্য কোনও পরিবর্তনের জন্যও আবেদন করা যাবে। কার্যত দুটি দফায় চলবে শিবির। রবিবার ও সরকারি ছুটির দিন গুলোতে বন্ধ থাকবে ‘দুয়ারে সরকার’ শিবির।
নবান্ন থেকে জানানো হয়েছে, এইবছর যারা মূলত দুয়ারে সরকার পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে তাদের পরিষেবা প্রদান করা হবে।যাদের সমস্যা হচ্ছে সমস্যা গুলোর যাতে দ্রুত সমাধান হয় তাও দেখা হবে।