
হাওড়া ,অনুপ রায়: আর জি কর কান্ড নিয়ে উত্তাল পরিস্থিতির মাঝেই হাওড়া হাসপাতালে এক কিশোরী রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার রাতে হাওড়া হাসপাতালের CT scan বিভাগে এক ১৩ বছরের কিশোরীর শ্লীলতাহানি করা হয় । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে CT Scan বিভাগের অস্থায়ী কর্মীকে। অভিযোগ শিবপুরের বাসিন্দা ১৩ বছরের কিশোরী ২৮ তারিখ নিউমনিয়া নিয়ে ভর্তি হয় হাওড়া হাসপাতালে। শনিবার রাতে তাকে CT scan করাতে নিয়ে যাওয়া হয়। হটাৎ করেই কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে অন্য এক রোগীর আত্মীয়র কাছে সাহায্য চায়। বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসে। খবর পেয়ে কিশোরীর পরিবার ও পরিজনেরা পৌঁছে যায় হাসপাতালে। চলে বিক্ষোভ, অভিযুক্ত কর্মীকে মারধরের চেষ্টা করে কিশোরীর আত্মীয়রা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। অভিযুক্ত কর্মী আমন রাজকে পুলিশ জনতার রোষ থেকে উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ।