
সুকান্ত চট্টোপাধ্যায় ,বসিরহাট: বুধবার সকাল থেকে বসিরহাটের ইছামতি নদী ঘাটে নীরাঞ্জনের প্রস্তুতি চলছে। এদিন সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে অসংখ্য নৌকা বসিরহাটের বোর্ড ঘাটে এসে জড়ো হচ্ছে। বসিরহাটের একাধিক ক্লাব ও বাড়ির পুজোর প্রতিমা এই নৌকায় তুলে ইছামতি নদীর মাঝ বরাবর নীরঞ্জন দেওয়া হচ্ছে । । বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বসিরহাট শহর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে ।