
নিজস্ব সংবাদদাতা : আইআইটি, খড়গপুর ও জার্মানির টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের সঙ্গে একটি মউ সাক্ষর হল। লক্ষ্য, যাতে শিক্ষাবিষয়ক, গবেষণা এবং উদ্ভাবন উদ্যোগে সহযোগিতা বাড়ানো যায়। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি এবছর ২০ মার্চ টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের সাত সদস্যের এক প্রতিনিধিদলের আইআইটি, খড়গপুর পরিদর্শনের পর নেওয়া হয়।
আইআইটি খড়গপুরের উপ-অধিকর্তা, অধ্যাপিকা রিন্টু ব্যানার্জীর নেতৃত্বাধীন আইআইটি খড়গপুরের এক প্রতিনিধিদল, যেই দলের সদস্য হিসাবে ছিলেন অধ্যাপক রবিব্রত মুখোপাধ্যায়, ডিন, গবেষণা ও উন্নয়ন বিভাগ; অধ্যাপক দেবাশীশ চক্রবর্তী, ডিন, আন্তর্জাতিক সম্পর্কের বিভাগ; অধ্যাপক ভার্গব মৈত্র, ডিন, ছাত্র বিষয়ক বিভাগ এবং আধ্যাপিকা স্বাতী মৈত্র, রণবীর চিত্র গুপ্ত, স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন এবং ম্যানেজমেন্ট, টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের উদ্ভাবন ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের অধ্যাপক এবং ঐ বিভাগের-ই সহ-সভাপতি থমাস ওলথার এবং তাঁর দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
আন্তর্জাতিক বিষয়ক বিভাগের ডিন, ডঃ জানা ফ্রিহোফার, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বৈদ্যুতিক, বৈদ্যুতিন যন্ত্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জৈবপ্রযুক্তি, শিল্প প্রকৌশল এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেন। বৈঠকটি যৌথ শিক্ষাবিষয়ক এবং গবেষণামূলক প্রকল্পগুলির মধ্যে সম্ভাব্য সহযোগিতামূলক এবং সক্রিয় অংশগ্রহণ চিহ্নিত হয়, যা উভয় প্রতিষ্ঠানের কৌশলগত অগ্রাধিকারকে শক্তিশালী করতে সমর্থ।
এই সহযোগিতামূলক আদানপ্রদান সম্পর্কে জানাতে গিয়ে, অধ্যাপিক রিন্টু ব্যানার্জী বলেন, “এই সমঝোতাপত্র স্বাক্ষর দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও গবেষণামূলক সহযোগিতার সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করবে এবং এখানে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং এসএপি -র সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।”
এই জোট আইআইটি খড়গপুরের আন্তর্জাতিক সংযোগের সঙ্গে শিক্ষা উৎকর্ষের প্রতি প্রতিষ্ঠানের অবিচল প্রতিশ্রুতির প্রমাণ এবং এর ফলে আন্তঃবিভাগীয় গবেষণা এবং বিশ্বব্যাপী শিক্ষা আদান-প্রদান ক্ষেত্রে সদর্থক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।