
সাহানা বসু:এই শীতের মরসুমে আবহাওয়ার খবরের দিকে নজর রয়েছে সকলের।আর এই আবহাওয়া দপ্তরের দায়িত্ব যার কাঁধে রয়েছে জানেন কি দেখতে দেখতে সেও পেরিয়েছে ১৫০ বছর। তবে বয়স বাড়লেও নজর তার সর্বত্রই রয়েছে। তার ভবিষ্যৎ বাণী আজকাল প্রায় মিলে যাচ্ছে। আমরা কথা বলছি আবহাওয়া মোরগের বিষয়।আবহাওয়ার গতিপ্রকৃতির নির্ণয়ের ক্ষেত্রে প্রায় প্রতীকে পরিণত হওয়া আবহাওয়া দপ্তরের হাওয়া মোরগ সোমবার পা রাখল দেড়শ বছরে। জানেন কি, ভারত স্বাধীন হওয়ারও ৭০ বছর আগে জন্ম হয় এই মোরগের।বহু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে আজ আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র আবহাওয়ার গতি প্রকৃতি নির্দেশ করাই নয় দুটি বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও ভারতীয় আবহাওয়া দপ্তরের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শত্রুর ডেরায় হামলা চালানোর পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আবহাওয়া দপ্তরের।