
ওঙ্কার ডেস্ক: ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে রবিবার ডেকে পাঠিয়েছিল ঢাকা। ২৪ ঘন্টা যেতে না যেতেই এবার ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করল নয়াদিল্লি। এই পরিস্থিতিতে বাংলাদেশের অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তের পাঁচটি জায়গায় কাঁটাতার বসানোর চেষ্টা করছে ভারত। এটা দ্বিপাক্ষিক সম্পর্কের বিরোধী বলে দাবি করেছে ঢাকা।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তলবের প্রেক্ষিতে রবিবার প্রণয় বর্মা ঢাকার বিদেশ মন্ত্রকের ভবনে বিকেল তিনটে নাগাদ পৌঁছন। বাংলাদেশের বিদেশসচিব জসিমউদ্দিনের সঙ্গে ৪৫ মিনিট ধরে তাঁর বৈঠক হয়। বৈঠকের পরে প্রণয় বর্মা বলেন, ‘নিরাপত্তার জন্য বাংলাদেশ ও ভারতের সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে বোঝাপড়া রয়েছে। বিএসএফ এবং বিজিবি এবিষয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা আশা করি, এই বোঝাপড়া বাস্তবায়িত হবে এবং সীমান্তে অপরাধ রুখতে দুই দেশ একে অন্যকে সহযোগিতা করবে।’
ঐতিহাসিকভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল। কিন্তু বাংলাদেশে ছাত্রছাত্রীদের নেতৃত্বাধীন আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।