
সোমনাথ মুখোপাধ্যায়ঃ সংসদের বাইরে আক্রান্ত বিরোধী দলের সাংসদ। প্রশ্ন উঠেছে সংসদের, সাংসদদের নিরাপত্তা নিয়েও। এর পেছনে কি রয়েছে কোন চক্রান্ত! কোন শত্রু দেশের হাত! কোনও জঙ্গী সংগঠনের হাত! এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আক্রান্ত হয়েছেন আম আদমি দলের সাংসদ রাঘব চড্ডা। তাঁকে আক্রমণ করেছে একটি কাক। তাঁর মাথায় ঠোক্কর মেরে উড়ে গেছে কাকটি।
বাদল অধিবেশন চলছে। বিভিন্ন ইস্যুতে সরগরম সংসদ। এর মাঝেই দিল্লি বিজেপি তাদের টুইট হ্যান্ডেলে একটি ছবি পোষ্ট করেছে। ছবিটিতে দেখা গিয়েছে, সংসদের সামনেই আপ সাংসদ রাঘব চড্ডা দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। একটি কাক পিছন দিক থেকে এসে তাঁর মাথায় ঠোক্কর মারছে। কাকটির উড়ে আসা থেকে ঠোক্কর মেরে আবার উড়ে যাওয়া পর্যন্ত তিনটি মুহূর্তের তিনটি ছবি দিয়ে দিল্লি বিজেপি একটি কোলাজ তৈরি করেছে। ছবির সঙ্গে রাঘবকে কটাক্ষ করেছে দিল্লির পদ্ম শিবির। কটাক্ষ করে ক্যাপশনে লিখেছে ‘‘ঝুট বোলে কাউয়া কাটে। এটা আজ পর্যন্ত শুধু শুনেছিলাম। আজ তো দেখেও নিলাম যে, মিথ্যাবাদীকে কাক ঠোক্কর মারছে।’