
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। বর্তমানে সিরিজের ফলাফল ১-১। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় ম্যাচ। এই ম্যাচের দল ঘোষণার আগেই রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিরাট তথ্য প্রকাশ্যে এল। আসন্ন তিন টেস্টেই অনিশ্চিত থাকতে পারেন ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার।
সমাজমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন জাদেজা। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁর বাঁ পায়ের উরুর চিকিৎসা চলছে। ছবি তলায় তিনি লিখেছেন, ‘এনসিতে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।’ অর্থাৎ এখনও চোট মুক্ত হননি জাড্ডু। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কম। তাঁর অনুপস্থিতিতে ওয়াশিংটন সুন্দর’কে দলে নেওয়া হতে পারে। তৃতীয় টেস্টে ফিরতে পারেন লোকেশ রাহুল। প্রথম টেস্টে জাদেজার পাশাপাশি রাহুল’ও চোট পেয়েছিলেন। তৃতীয় টেস্টে জাদেজা ফিরতে না পারলেও রাহুল’কে প্রথম একাদশে ফেরানো হতে পারে।