
আজ বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠক। এনসিপি নেতা শরদ পওয়ারের বাসভবনে আজ বিকেলে বৈঠকে বসবে জোটের নেতারা। সূত্রের খবর, মূলত আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে বৈঠকে। বিজেপি প্রার্থী ঘোষণার আগেই ইন্ডিয়া জোটে থাকা দলগুলি প্রার্থী চূড়ান্ত করে ফেলতে চায়। তবে নিজেদের স্বার্থ ত্যাগ করে কোন দল কতটা সমঝোতা করে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইডি দফতরে হাজিরা দেবার জন্য বৈঠকে থাকছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম’র ও কোনও প্রতিনিধি থাকছেনা বৈঠকে। প্রসঙ্গত, মুম্বইয়ে সমন্বয় কমিটি গঠনের সময়ে সিপিআইএম জানিয়েছিল, দলের কে এই কমিটিতে থাকবেন, তা পরে জানানো হবে। এখনও সেই সিদ্ধান্ত নিতে পারেনি বামেদের বড় শরিক সিপিআইএম।