
রবিবার সকালে কেরলের এর্নাকুলমে প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জনের। জখম হয়েছেন ৪৫ জন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। ঘটনায় নাশকতার আশঙ্কা করে ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। সূত্রের খবর, বিস্ফোরণের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন ৪৮ বছরের এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম ডমিনিক মার্টিন। তিনি দাবি করেছেন, যে সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান চলছিল, সেই ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়েরই মানুষ তিনি। তবে কেন হামলা চালালেন? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি কেরল পুলিশ এবং এএনআই। মার্টিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, আইইডি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আহতদের চিকিৎসার কথা মাথায় রেখে রাজ্যের চিকিৎসকদের ছুটি বাতিল করেছে কেরল সরকার।