
প্রতিনিধিঃ বর্ষা ঢুকতেই পাহাড়ে শুরু হয়েছে ধস। টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরাখণ্ড। অনেক জায়গাতেই পাহাড়ি নদীগুলি বইছে বিপদসীমার উপরে। এই অবস্থায় ধস নামল বদ্রীনাথ জাতীয় সড়কের লাংসি টানেলে। যার জেরে বন্ধ হয়ে যায় বদ্রীনাথ যাওয়ার রাস্তা। উত্তরাখণ্ড পুলিশ পাহাড় ধসের ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ করেছে। পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে গড়িয়ে পড়ছে বড় পাথরের টুকরো। ভিডিও প্রকাশ্য পেতেই আতঙ্ক শুরু হয়েছে।
বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত চামোলি, রুদ্রপ্রয়াগ সহ একাধিক জেলা। রীতিমত ফুঁসে উঠেছে গঙ্গা। আরও বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আপাতত বন্ধ রাখা হয়েছে চারধাম যাত্রা। নৈনিতাল, বাগেশ্বর, চম্পাবত, আলমোড়া, পিথোরাগড় এবং উধম সিং নগরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কাংড়া, কুলু, কিন্নৌর, মান্ডি, সিরমাউর এবং শিমলায় হড়পা বানের সতর্কতা রয়েছে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে উত্তরাখণ্ড।