
স্পোর্টস ডেস্ক :১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার ভারতের। মাত্র তিন দিনেই শেষ টেস্ট। শনিবার দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতল নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর পর পুনে। ব্যাক টু ব্যাক টেস্ট জিতে ২-০ তে সিরিজ পকেটে পুরে নিল কিউয়িরা। দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল ভারতকে। ৪৩৩১ দিন পর ঘরের মাঠে লজ্জার হারের সাক্ষী থাকলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৫৯ রান। কিন্তু ২৪৫ রানে শেষ ভারতের ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারাল নিউজিল্যান্ড। লাল বলের ক্রিকেটে অধিনায়ক বদলেই ভাগ্য ফিরল কিউয়িদের। নেতা হিসেবে অভিষেক টেস্ট সিরিজ জিতলেন টম লাথাম। টেস্টের জয়ের আসল নায়ক মিচেল স্যান্টনার। দুই ইনিংস মিলিয়ে মোট ১৩ উইকেট সংগ্রহ। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট।