
স্পোর্টস ডেস্ক : পহেলগাঁও হামলার পর ভারত অদূর ভবিষ্যতেও আর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না বলে ইতিমধ্যেই স্পষ্ট করেছে বিসিসিআই। তাহলে আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায়ে কী হবে তা নিয়ে প্রশ্ন এখন।
শেষবার ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল সেই ২০১২–১৩ সালে। তারপর থেকে দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এখন শুধু আইসিসি টুর্নামেন্টেই দুই দেশ মুখোমুখি হয়। আর ভারত–পাক ম্যাচের চাহিদার কথা ভেবে আইসিসিও বরাবর এই দুই দলকে আইসিসি টুর্নামেন্টে এক গ্রুপে রাখে। আপাতত সামনে বড় কোন আইসিসির ইভেন্ট নেই। আইসিসি মহিলাদের একদিনের বিশ্বকাপ রয়েছে। হাইব্রিড মডেল অনুসারে পাকিস্তান দল ভারতে খেলতে আসবে না তারা নিরপেক্ষ দেশে খেলবে কিন্তু গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ না হতে পারে। এর পাশাপাশি চলতি বছরে এশিয়া কাপ রয়েছে সেই টুর্নামেন্টে এই দুই দল গ্রুপ পর্বে আদৌও একে অপরের মুখোমুখি হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বোর্ড জানাবে আইসিসিকে ভারত আর পাকিস্তানকে যাতে এক গ্রুপে না রাখা হয়। আইসিসিকে বোর্ড জানিয়েছে পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে না ফেলতে। নকআউটে দেখা হলে আলাদা ব্যাপার।