
সুমন্ত দাশগুপ্ত,নয়া দিল্লিঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে মোদী নিজের বাসভবনে হাসিনার সঙ্গে আলাপচারিতায় বসবেন বলে প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর। রাজনৈতিক মহলের ধারনা, আন্তরিকতার বার্তা দিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এই আপ্যায়নের ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছোবে বলে ধারণা কূটনৈতিক মহলের। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রনেতার অলোচনা হতে পারে বলে খবর। যার মধ্যে উল্লেখযোগ্য, তিস্তার নদীর জল বন্টন, সীমা সুরক্ষা এবং চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের বানিজ্য।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পড়শি দেশের প্রধানমন্ত্রীকে নিজের পরিবারের সদস্যের মতোই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সাউথ ব্লক বা হায়দরাবাদ হাউসে নয়, প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোককল্যাণ মার্গেই এই বৈঠক হবে।
প্রসঙ্গত, শনিবার থেকেই নয়া দিল্লিতে শুরু হবে জি২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। কিন্তু বাংলাদেশ সেই গোষ্ঠীর সদস্য নয়। তবে নরেন্দ্র মোদী জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পর শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।