
সোমনাথ মুখোপাধ্যায় ওঙ্কারঃ জোট-জটে নাজেহাল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। বাংলায় ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল দুটির বেশি আসন ছাড়তে রাজি নয় কংগ্রেসকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছিলেন, সারা ভারতে ৩০০টা আসনে লড়াই করে কংগ্রেস ৪০টা আসন পাবে কি না জানি না। এবার মমতার সেই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে ‘খোঁচা’ দিলেন মোদি।
সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগে সব দলই ঘর গোছাতে ব্যস্ত। বিজেপি বিরোধী দল গুলি জোট বেঁধেছে। যার পোশাকি নাম ইন্ডিয়া জোট। কিন্তু জোট-জটে নাজেহাল সেই জোট। বাংলায় ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল দুটির বেশি আসন ছাড়তে রাজি নয় কংগ্রেসকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছিলেন, সারা ভারতে ৩০০টা আসনে লড়াই করে কংগ্রেস ৪০টা আসন পাবে কি না জানি না। আর সেই এবার জোট-জটের ‘কাটা ঘায়ে নুনের ছিটে’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কংগ্রেস দেশে ৪০ আসন জিততে পারবে কি না’কটাক্ষ প্রসঙ্গ তুলে মোদির খোঁচা, “বাংলায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস। বলা হচ্ছে, গোটা দেশে তারা ৪০ আসন পাবে কি না!” এর পরই মোদির ‘প্রার্থনা’করে বলে, আমি প্রার্থনা করি যাতে কংগ্রেস ৪০টি আসন ধরে রাখতে পারে।
বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ সূচক জবাবি ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দীর্ঘ ভাষণে বার বার আক্রমণ করেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেস চিন্তাভাবনাও সেকেল হয়ে গিয়েছে। সবমিলিয়ে লোকসভার পর রাজ্যসভায় জবাবি ভাষণেও কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী।