
স্পোর্টস ডেস্ক :আজ শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। ২ ম্যাচের সিরিজে প্রথম টেস্ট হেরে প্রোটিয়া দেশ থেকে সিরিজ জেতার স্বপ্ন এবারও শেষ ভারতের। এবারে সিরিজ বাঁচানো লড়াই এই টেস্ট জিতে। তবে চিন্তা দলের ব্যাটিং। ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগে বলেন, “ব্যাটিং পজিশন নিয়ে ধারণা একজন ক্রিকেটারের ওপর নির্ভর করে। আমি ব্যক্তিগতভাবে তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করি না। আমার মতে, হয় তুমি ব্যাটিং ওপেন করো বা একটু অপেক্ষা করে পাঁচ বা ছ”নম্বরে যাও। আমি ওপেন করতে শুরু করার পর থেকে তিন থেকে সাত নম্বর, কোনও পজিশনই আমার ভাল লাগে না। আমার মনে হয় কোনও ব্যাটারের জন্যই এই পজিশনগুলো উপযুক্ত নয়।” মজার ছলে এগুলো বলার পর তিন নম্বরে ব্যাট করার চ্যালেঞ্জের কথাও জানান ভারত অধিনায়ক। রোহিত বলেন, “ওপেনার তাড়াতাড়ি আউট হয়ে গেলে তিন নম্বর ব্যাটারকে ওপেনারের ভূমিকাই পালন করতে হয়। প্রথম ইনিংসে ওপেনার চোট পেলে তিন নম্বরকে ওপেনও করতে হয়। তাই আমার মনে হয় না বিশেষ পার্থক্য আছে।” অর্থাৎ রোহিত বুঝিয়ে দেন, তিন নম্বরে অসুবিধা হওয়ার কথা নয় শুভমনের। প্রথম টেস্টে ব্যাটিং ভরাডুবির জন্য ভুগতে হয়েছে ভারতকে। দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তনের আশায় টিম ইন্ডিয়া। এদিকে সিরিজ জিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চাইবেন ডিন এলগার। চোটের জন্য দ্বিতীয় টেস্টে নেই তেম্বা বাভুমা। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন এলগার। ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন,টেস্ট ক্রিকেটকে রক্ষা করতে হবে আমাদের। আরও গুরুত্ব দিতে হবে পাঁচ দিনের ক্রিকেটকে। এটা একটা বা দুটো দেশের দায়িত্ব নয়। টেস্ট খেলা প্রতিটি দেশকে দায়িত্ব নিতে হবে। টেস্ট ক্রিকেটকে সুন্দর এবং আকর্ষণীয় করে রাখতে হবে।’’ রোহিত আরও বলেছেন, ‘‘গত দু’তিন বছরের বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কিছু দুর্দান্ত টেস্ট ম্যাচ হয়েছে। প্রায় প্রতিটি ম্যাচেই ফলাফল এসেছে। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হয়েছে। টেস্ট ক্রিকেটকে এমন আকর্ষণীয় রাখার দায়িত্ব প্রতিটি দেশের। তীব্র প্রতিযোগিতা ধরে রাখতে হবে। যাতে ক্রিকেটপ্রেমীরা টেস্ট ক্রিকেট দেখার আগ্রহ পান।’’