
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ ১৯ এপ্রিল দেশের ১০২ টি কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন। যার মধ্যে রয়েছে আমাদের বাংলার তিনটি আসন। আসনগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।
বুধবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে। শেষ হবে সন্ধ্যে ৬ টায়। তবে এই সময় সীমা সব রাজ্যের জন্য এক নয়। প্রতিটি রাজ্যের ক্ষেত্রে, ক্ষেত্রবিশেষে ভোটগ্রহণ শুরু এবং শেষের সময় আলাদা আলাদা করা হয়েছে।
প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ২৭ মার্চ পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ। তবে স্থানীয় এক উৎসবের কারণে মনোনয়নের জন্য একদিন সময় বাড়ান হয়েছে বিহারে। সে রাজ্যে প্রার্থীরা প্রথম দফায় মনোনয়ন জমা দিতে পারবে ২৮ মার্চ পর্যন্ত। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ এপ্রিল।