
বিপ্লব দাশ, কনটেন্ট হেড:
‘দেবতা নই মানুষ’। ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে ভুল কবুল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর লোকসভা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়। তাঁর শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত। ঈশ্বরের অংশ আছে তাঁর মধ্যে।‘ নির্বাচনী প্রচারে এই কথাগুলি নিয়ে বিস্তর বিতর্ক হয়। এবার সেই মোদীই বললেন, ‘তিনিও আর পাঁচজনের মতো সাধারণ মানুষ। কোনও ঈশ্বর নন।‘ অর্থাৎ ভোটের সময়ের মন্তব্য থেকে প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় সংস্থা জেরোদার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্ট ‘পিপল বাই ডব্লিউটিএফ’ শিরোনামে একটি পডকাস্ট শো হয়। সেই শোয়ে অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সাক্ষাৎকারের মাত্র দুই মিনিটের অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিখিল। সেখানে নিখিল সরাসরি মোদীকে বলেন, ‘আমি এখানে আপনার সামনে বসে কথা বলছি, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। এটি আমার জন্য একটি কঠিন আলোচনার অনুষ্ঠান।’
পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এটা আমার প্রথম পডকাস্ট। আমি জানি না এটি আপনার দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে।’ সেখানে সাক্ষাৎকারে মোদী বলেন, ‘তিনি ঈশ্বর নন, একজন মানুষ।‘ ভোটের সময় তিনি বলেছিলেন, ‘আমার মাঝেমাঝে মনে হয় আমার জন্ম স্বাভাবিক নয়। মায়ের মৃত্যুর পরই আমার একথা মনে হয়েছে। আমাকে সামর্থ্যও ঈশ্বর দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন। ‘ভোটের বাজারে ইচ্ছে করেই মোদী এই তত্ত্ব আওড়েছিলেন। কারণ, একদিকে হিন্দুত্বের ধ্বজা, অন্যদিকে তাঁকে নিয়ে আলোচনা চলবে। হয়েছিলও তাই। সেইসময় তাঁর এই মন্তব্যের অনেকেই অপব্যাখ্যা করেছেন। অনেকেই ভালোভাবে নেননি। কংগ্রেস-সহ বিরোধীরা মোদিকে ‘নন বায়োলজিক্যাল’ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছেন তখন। সদ্য পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কি সেই কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী?
পডকাস্টে নিজেকে ফের দেবতা থেকে মানুষরূপ দিলেন মোদী। তবে কি লোকসভা ভোটের প্রচারে রামমন্দির থেকে হিন্দুত্বের প্রচার ধাক্কা খেয়ে মোদীর এই স্বীকারোক্তি? সারা ভারতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের নিয়ে মোদীর তৃতীয়বারের সরকার চলছে। তাই প্রথম পডকাস্টে এসে দেশের মানুষের কাছে ভুল স্বীকার করে সহানুভূতি কুড়োনোর প্রয়াস প্রধানমন্ত্রীর?