
ওঙ্কার ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর এলোপাথাড়ি গুলি চালিয়েছে পাক সেনা জওয়ানরা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বুধবার ওই হামলা চালানোর পাল্টা জবাব দিয়েছে ভারতও। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানান হয়েছে, জবাবি হামলায় পাক সেনার ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।
বুধবার রাতে ভারতীয় সেনার তরফে জানান হয়, জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণরেখায় তল্লাশি অভিযানের সময় মঙ্গলবার আচমকা বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জেরে নিহত হন দুই সেনা জওয়ান। সেই ঘটনার এক দিন না যেতে যেতে কৃষ্ণা ঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের সেনা বাহিনী। অভিযোগ, কোনও রকম উস্কানি ছাড়াই পাকিস্তানের সেনা জওয়ানরা ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তবে বসে থাকেনি ভারতীয় সেনা জওয়ানরা। তাঁরা পাল্টা জবাব দিতে শুরু করে। ভারতীয় সেনার হামলার জেরে পাক সেনা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর নানা ধরণের হামলার ঘটনা বেড়েছে। মঙ্গলবার আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন দুই সেনা জওয়ান। আহত হয়েছেন আরও এক জন।