
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মুকাশ্মীরে সভা করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের একদিন পরই ভূস্বর্গে ঘটল ভয়াবহ বিস্ফোরণ।
সূত্রের খবর, ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্ররেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে জখম ছয় ভারতীয় সেনা জওয়ান। আহত জওয়ানদের রাজৌরি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া রাজৌরি জেলার নওশেরার ভবানী সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় (নর্দার্ন) কম্যান্ড সূত্রে এই ঘটনার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে ওই এলাকায় ‘অ্যান্টি পার্সোনেল’ ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়েছিল। যার জেরে এক জওয়ানের পা উড়ে যায়।
মঙ্গলবার বিস্ফোরণের পিছনে জঙ্গিদের হাত রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পাক মদতপুষ্ট জঙ্গিরা নিয়ন্ত্রণেখায় ওই ল্যান্ডমাইন বিছিয়েছিল কিনা, সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি ভারতীয় সেনার তরফে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে নির্দিষ্ট কিছু জায়গায় ভারতীয় সেনা ল্যান্ডমাইন পুঁতেছিল। অসাবধনতাবশত ওই ল্যান্ডমাইন ফেটে যেতে পারে।