
ওঙ্কার ডেস্ক: চলতি বছরের নভেম্বরে বিহারে এবং ২০২৬ সালে বাংলায় হবে বিধানসভা নির্বাচন। ভোটের আগে রাজনৈতিক দলগুলির তরফে বিভিন্ন খাতে অনুদান এবং বিনামূল্যে একাধিক পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কার্যক্ষেত্রে বাংলা-সহ একাধিক রাজ্যে অনুদান ভিত্তিক বিভিন্ন সরকারি প্রকল্প চালু রয়েছে। বিনামূল্যে এই পরিষেবা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে নানা সময়ে চর্চা হয়। এবার অনুদানের বিরোধিতা করে মন্তব্য করলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তি। তাঁর দাবি, বিনামূল্যে উপহার নয়, কর্মসংস্থান সৃষ্টি করতে পারলেই তবে দেশে দারিদ্র্য দূর হবে।
মুম্বইয়ে উদ্যোক্তাদের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই বিশিষ্ট শিল্পপতি। সেখানে তিনি বলেছেন, ‘আপনারা প্রত্যেকেই লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করবেন, এতে আমার কোন সন্দেহ নেই। আর এভাবেই আপনারা দারিদ্র্যের সমস্যা সমাধান করবেন। বিনামূল্যে উপহার দিয়ে আপনারা দারিদ্র্যের সমস্যা সমাধান করেন না; কোনও দেশই এতে সফল হয়নি।’ উল্লেখ্য, গত বছর তরুণদের সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে গোটা দেশে বিতর্কের জন্ম দিয়েছিলেন নারায়ণমূর্তি। এবার অনুদান বিষয়ে রাজনৈতিক দলগুলিকে নিশানা করলেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুদান ও বিনামূল্যে বিভিন্ন প্রকল্পের বিষয়ে পর্যবেক্ষণ জানিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট। বিনামূল্যে খাবার, বিনা শ্রমে টাকা পেয়ে গেলে মানুষের কাজ করার ইচ্ছা চলে যাবে বলে মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। শহরাঞ্চলে দারিদ্র দূরীকরণ মিশন সংক্রান্ত এক মামলায় বিচারপতি গবই মন্তব্য করেছিলেন, ‘বিনামূল্যে বিভিন্ন সুবিধা পেয়ে পেয়ে মানুষ আর কাজ করতে চাইছেন না। তাঁরা বিনামূল্যে রেশন পাচ্ছেন। কোনও কাজ না-করেই টাকা পেয়ে যাচ্ছেন।’