
অরূপ ঘোষ, ঝাড়গ্রামঃ পৌষ মাসের শেষ দিন পালিত হয় মকর সংক্রান্তি। এই দিন নদীতে স্নান করে সূর্যদেবের বিশেষ পুজো করে থাকেন পূর্ণ্যার্থীরা। বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন মকর সংক্রান্তিতে। নানা নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে চলে মকর সংক্রান্তি পালন।
সেই মতো পৌষ সংক্রান্তির সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় সুবর্ণরেখা নদীর তীরে। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসে ভিড় করেছেন গোপীবল্লভপুর ২ নং ব্লকের এই সুবর্ণরেখা নদীর তীরে। কিন্তু সকাল থেকেই ভিড় ও ঘন কুয়াশায় সমস্যায় পড়তে হয়েছে বৃদ্ধ-বৃদ্ধাদের।
অন্যদিকে মকরস্নানে কোনও রকম সমস্যার সৃষ্টি না হয় সেই কারণে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে সুবর্ণরেখা নদীর চোরমন্ডি, কুঠিঘাট সহ একাধিক নদী ঘাটে কড়া নজরদারি চালানো হচ্ছে। মকরস্নানে আসা পুণ্যার্থীদের গভীর জলে যেতে বারণ কড়া হয়েছে। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে মাইকিংও। এছাড়াও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুণ্যার্থীদের সব রকম সহায়তার জন্য তারা প্রস্তুত রয়েছেন।