
ওঙ্কার ডেস্কঃ বাঘ যেন পিছু ছাড়ছে না পুরুলিয়ায় গ্রামবাসীদের। জিনাতের তাণ্ডবের পর এবার তার সঙ্গী হানা দিলো পুরুলিয়ার বোরো এলাকায়। বন দফতর সূত্রে জানা গেছে, এই বাঘটি জিনাতেরই সঙ্গী। স্থানীয়রা বাঘের ছাপ দেখতে পেয়ে বন দফতরে খবর দেয়। বন দফতরের অনুমান ঝাড়খণ্ড থেকেই বাঘটি বান্দোয়ানে প্রবেশ করেছে। এখনও পর্যন্ত বাঘটির কোনও খোঁজ পাওয়া যায়নি। বাঘের আতঙ্কে সন্ধ্যা নামলেই গৃহবন্দী হয়ে পড়ছেন গ্রামবাসীরা।
রবিবার বাঘটি পুরুলিয়ার বান্দোয়ানের যমুনা গড়া জঙ্গল এলাকায় প্রবেশ করে পুরুলিয়ার দক্ষিণ কংসাবতীর দিকে গিয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। গত ১২ দিন ধরে ৩০ থেকে ৪০ কিলোমিটার মধ্যে থাকা বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায় বাঘটি। গলায় রেডিও কলার না থাকায় তার সঠিক অবস্থান এখনও পর্যন্ত জানতে পারেনি বন দফতরের কর্মীরা।
ইতিমধ্যেই বাঘের খোঁজে ট্র্যাক ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রামের বনবিভাগ। তারা জানিয়েছেন, পুরুলিয়ায় পাওয়া বাঘের ছাপ ও ঝাড়খণ্ডের বাঘের ছাপ এক। বন দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই বাঘটিকে খোঁজার কাজ শুরু করে দিয়েছেন। অন্যদিকে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের।
ভিডিও দেখুন-