
স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। প্রথম ম্য়াচেই তারা এক ইনিংস ও ১৩১ রানে জিতেছে ভারত। সেই দ্বিতীয় টেস্ট জিততে পারলেই সিরিজও পকেটে পুরে নেবে ভারতীয় দল। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআই ম্যাচের সিরিজ খেলবে। শোনাযাচ্ছে সেই সিরসিজের পরই নাকি রাহুল দ্রাবিড় সহ বাকি কোচ বিক্রম রাঠোর, পরশ মাম্বরেরাও নাকি ভারতে ফিরে আসবেন। অন্। কোচের তত্ত্বাবধানেই ভারতীয় দলের ক্রিকেটাররা নামবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। শোনাযাচ্ছে রাহুল দ্রকাবিড়দের পরিবর্তে সেখানে ভিভিএস লক্ষ্মণ, হৃষিকেশ কার্ণিতকাররা ভারতীয় দলের কোচের দায়িত্ব সামাল দেবেন। এর আগেও আয়ারল্যান্ডের সিরিজে ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামাল দিতে দেখা গিয়েছে। সেবার ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছিল হার্দিরক পান্ডিয়ার কাঁধে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজেও সেই হার্দিককেই অধিনায়ক করতে পারেন নির্বাচকরা।