
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ঔদ্ধত্য নতুন নয়। মাঠে বিপক্ষের খেলোয়াড়দের শ্লেজিং বা কটুক্তি করতেও দ্বিধা বোধ করেন না। যেন অস্ট্রেলিয়া আর ঔদ্ধত্য সমার্থক। সেই ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ষষ্ঠবার বিশ্বকাপ জয়ে। বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে কাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। আর সেই কাপের ওপর পা তুলে জয়ের সেলিব্রেশন করতে দেখা গিয়েছে অজি তারকা মিচেল মার্শকে। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আর এরপরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় আছড়ে পরে মার্শের ওপর। তাকে ধিক্কার জানায় ক্রিকেট বিশ্ব। তাতে কোনও আসে যায় না মার্শের। বরং ঔদ্ধত্যের সঙ্গে জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলে ফের তিনি একই কাজ করবেন। তেমনই দলের খেলোয়াড়ের এই আচরণে ব্যথিত নন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। সমালোচনাও করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।