
স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় একদিনের ম্যাচে ২০০ রানে হারিয়ে ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে টিম ইন্ডিয়া। আর সিরিজ সেরা হন ঈশান কিষান। ৩ ইনিংসে মোট ১৮৪ রান করেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। তার গড় ৬১.৩৩ এবং এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১১.৫২। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২১টি চার ও ৫টি ছক্কা। এই সিরিজে দুই দলের অন্য কোনও ব্যাটসম্যান দুটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি।ইশান কিষান বলেছেন, ‘আমি যে ফিনিশিং দিয়েছি তাতে আমি ততটা খুশি নই। সেট হওয়ার পর আমাকে বড় স্কোর করতে হয়েছিল। আমার সিনিয়ররাও আমাকে একটাই কথা বলেছিল, আমার ক্রিজে থাকা উচিত ছিল এবং বড় রান করা উচিত ছিল। এটা করা উচিত ছিল। পরের বার আমি একই চেষ্টা করব, আমি মাঝখানে সেট করব এবং বড় স্কোর করব। এই পর্যায়ে সেট আপ করা গুরুত্বপূর্ণ। শেষ খেলাটি ভুলে যাওয়া এবং শূন্য থেকে শুরু করা গুরুত্বপূর্ণ। আমি একটা সময়ে একটি খেলার কথাই ভাবি।’সিরিজের নির্ণায়ক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ৩৫১ রান তুলল টিম ইন্ডিয়া। এদিনও খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওপেনিং জুটিতে ১৪৩ রান যোগ করেন ঈশান কিষাণ (৬৪ বলে ৭৭) ও শুভমান গিল (৯২ বলে ৮৫)। পরে আক্রমণাত্মক ইনিংস খেলে যান অধিনায়ক হার্দিক পাণ্ড্য (৫২ বলে ৭০ অপরাজিত), সঞ্জু স্যামসন (৪১ বলে ৫১) ও সূর্যকুমার যাদব (৩০ বলে ৩৫)। ব্যর্থ ঋতুরাজ গায়কোয়াড় (৮)।
ব্যাট করতে নেমে ১৫১ রানেই শেষ ক্যারিবিয়ানরা।