
স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজ হয়ে গিয়েছে। দুটো সিরিজেই জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। এবার সকলের ফোকাস টি টোয়েন্টি সিরিজের দিকে রয়েছে। সেই মঞ্চেই এবার নুন ইতিহাসের সামনে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০তমটি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল।আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিহাসের স্বাক্ষী থাকতে চলেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেই অপেক্ষাতেই এই মুহূর্তে রয়েছেন সকলে। সেই ম্যাচে ভারতীয় দল জিততে পরে কিনা তা তো সময়ই বলবে।
টেস্ট, ওডিআইয়ের পাশাপাশি টি টোয়েন্টি ফর্ম্যাটেও ভারতীয় দল সাফল্ের সঙ্গে এগিয়ে চলেছে।এখনও প্রযন্ত ১৯৯টি টি টোয়েন্টি ম্যচ খেলা হয়ে গিয়েছেটিম ইন্ডিয়ার। সেখানে জয়ের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় শিবির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ধারেভারে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই ধারা অব্যহত রেখেই যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ২০০ তম টি টোয়েন্টি ম্যাচও ভারতীয় ক্রিকেটাররা জয়ের জন্য মুখিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।২০০৬ সালে প্রথমবার টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল ভারতীয় দলের। সেখানেই বীরেন্দ্র সেওয়াগের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে নেমেছিল টিম ইন্ডিয়া। এরপরই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেটি টোয়েন্টি বিস্বকাপের মঞ্চে নেমেছিল টিম ইন্ডিয়া। প্রথম িবশ্বকাপই চ্যাম্পিয়ন হয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল মহেনব্দ্র সিং ধোনির ভারতীয় দল। সেই থেকেই টি টোয়েন্টি ফর্ম্যাটে সাফল্যের সঙ্গে পথচলা শুরু হয়েছিল ভারতীয় দলের। এবার টি টোয়েন্টি ফর্ম্যাটেই এক নতুন ইতিহাস তৈরি করার সামনে রয়েছে ভারতীয় দল।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ তম ম্যাচে নামছে তারা।
এখনও পর্যন্ত টি টোয়েন্টি ফর্ম্যাটে ১৯৯টি ম্যাচের মধ্যে ১৩০টি ম্যাচে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। হেরেছে মাক্র ৫৩টি ম্য়াচে এবং ফলাফল হয়নি ৫টি ম্যাচে। এখনও পর্যন্ত একটি ম্যাচই ড্র করেছে টিম ইন্ডিয়া। ভারতের সামনে এই মুহূর্তে শুধুমাত্র রয়েছে পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রথম দল হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের। এই মুহূর্তে তারা ২২৩টি ম্যাচ খেলেচে। সেখানেই পাকিস্তান জিতেছে ১৩৪টি ম্যাচ