
জলপাইগুড়ি,উজ্জ্বল হোড়: রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির পরিমান উত্তরোত্তর বেড়েই চলেছে। তারই প্রতিবাদে ইনসাফ যাত্রা শুরু করেছে DYFI রবিবার তৃতীয় দিনে পড়লো ইনসাফ যাত্রা। শনিবার এই যাত্রায় অংশগ্রহন করেছিলেন মিনাক্ষী মুখার্জি সহ অন্যান্য রাজ্য এবং জেলা নেতৃত্ব।ফালাকাটা হয়ে শনিবার রাতে জলপাইগুড়ি জেলার বানারহাটে পৌঁছোয়, DYFI এর ইনসাফ যাত্রা।বেকার যুবক যুবতীদের কাজের দাবী , শিক্ষা ক্ষেত্রে দূর্নীতি বন্ধ সহ দুর্নীতি মুক্ত নিয়োগ, কৃষকদের ফসলের ন্যায্য দাম এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জোট বদ্ধ হতে কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত আয়োজিত করা হয়েছে এই ইনসাফ যাত্রা। রবিবার জলপাইগুড়ির বানারহাটের চা বলয় এলাকার আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের অনুষ্ঠানের মাধ্যমে ইনসাফ যাত্রা শুরু হয় বেলা বারোটা নাগাদ জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকে প্রবেশ করে। এদিন রাতে জলপাইগুড়ি শহরে প্রবেশ করবে এই যাত্রা। সোমবার সকাল নয়টায় শহরের সমাজ পাড়া থেকে পূনরায় এই যাত্রা শুরু করে বাহাদুর অঞ্চলের দিকে এগিয়ে যাবে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সভায় অংশ নেবে ডি ওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি সহ রাজ্য এবং জেলা নেতৃত্ব।