
বিক্রমাদিত্য বিশ্বাস, ইসলামপুর: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ডি ওয়াই এফ আইয়ের ইনসাফ যাত্রা বুধবার সপ্তম দিনে পড়লো।এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এসে পৌঁছায় ইনসাফ যাত্রা । এখানে আসার পর স্থানীয় বাস টার্মিনাসের এক পথসভা অনুষ্ঠিত হয় ।সেখানে বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা। মীনাক্ষী মুখার্জী বলেন মানুষ নিজেদের যন্ত্রণা নিয়ে পথে হাঁটছেন,তারাই শেষকথা বলবেন ।পাশাপাশি এদিন তিনি ফের সব বেকার কাজ দেওয়ার দাবি জানান । এবং আগামী ৭ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ কে সফল করার ডাকও দেন নেত্রী।
প্রসঙ্গত বুধবার সকালে আইএফআই কর্মীরা একটি বিশাল মিছিল করেন শহরজুড়ে। পথসভা শেষে এই র্যালি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।