
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান: শুক্রবার বর্ধমানের পালিতপুরে এসে পৌঁছেছে ডি ওয়াই এফ আইয়ের ইনসাফ যাত্রা ।এদিনের পদযাত্রায় অংশ গ্রহণ করেছিলেন মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জী।পদযাত্রার মাঝে রাজ্যের আর্থিক দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে একযোগে আক্রমণ করেন সেলিম ও মীনাক্ষী। বারো বছর ধরে উনি মিথ্যাচার করে গেছেন। সত্যকে ধামাচাপা দিয়ে গেছেন। শুক্রবার ইনসাফ যাত্রায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এমনই মন্তব্য করলেন মহম্মদ সেলিম।এদিন সেলিম বলেন
ই. ডি ও সি বি আই হাইকোর্টের নির্দেশে কয়েকজন চোরকে ধরেছে। তাতেই ওনার মাথা গরম হয়ে গেছে।মমতা ব্যানার্জির গোটা পরিবারের সম্পত্তির হিসেব চাইছে মানুষ। রাতে মমতা ব্যানার্জি ঘুমোতে পারছেন না।
এদিনের ইনসাফ যাত্রায় যোগ দিয়েছিলেন মীনাক্ষী মুখার্জী। রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েন নি, এই ডিওয়াই এফ আই নেত্রীও। রাজ্য সরকারকে আক্রমণ করে মীনাক্ষী বলেন যারা চুরি করেছে তারা জেলে গেছে। যারা চুরি করেনি তারা রাস্তায় আছে।ওনার পাশে চোর ছাড়া কেউ নেই।উল্লেখ্য সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ডি ওয়াই এফ আই ।সেই লক্ষ্যে কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু করা হয়েছে।
ডি ওয়াই এফ আইয়ের ইন্সাফ যাত্রা শুক্রবার বর্ধমানের পালিতপুরে এসে পৌঁছেছে। তারপর দেওয়ানদিঘি হয়ে মন্তেশ্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ইনসাফ যাত্রা। এই পদযাত্রায় মহ: সেলিম; মীণাক্ষী মুখার্জি ; আভাস রায়চৌধুরী সহ অসংখ্য বাম কর্মী ও সমর্থকেরা যোগ দেন।